স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধে গোপাল চন্দ্র ঘোষ নামের এক ব্যাংক কর্মকর্তা (৩৯) কে পিটিয়ে জখম করার ঘটনায় পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রবিবার আসামিদের গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আসামীরা হলেন- ব্যাংক কর্মকর্তা গোপালের চাচা বিপুল চন্দ্র ঘোষ (৫৯) ও তার ছেলে সৌরভ ঘোষ (২৭)।
গোপাল ঘোষ জানান- তাঁর দাদী আলো রাণীর মৃত্যুর পর তার তিন ছেলে বাবা নিখিল ঘোষ, ুচাচা বিপুল ঘোষ ও বাঞ্চা ঘোষ মিলে জমির সমান অংশীদার। কিন্তু তার চাচা বিপুল ঘোষ ১৫ দশমিক ৩২ শতাংশের ক্ষেত্রে সোয়া ১৭ শতাংশ জমি দখল করে আছে। এই নিয়ে দ্ব›েদ্বর এক পর্যায়ে গত শুক্রবার চাচা বিপুল, তার স্ত্রী গায়ত্রী রাণী ও ছেলে সৌরভ ঘোষ আমাকে বেধড়ক মারপিট করে আহত করে।
এব্যাপারে মৃত বাঞ্চা ঘোষের ছেলে পল্লব ঘোষ জানান- জমির পজিশন মাপাজোক নিয়ে চাচা বিপুল ঘোষের সাথে তার ভাতিজা গোপাল ঘোষের বাকবিতÐা হয়। একপর্যায়ে চাচা বিপুল ঘোষের গালে স্যান্ডেল মারতে গেলে তার ছেলে সৌরভ ঘোষ গোপালকে চড়থাপ্পর মারে। মামলার অপর আসামী বিপুলের স্ত্রী গায়ত্রী রাণী বলেন- এ ঘটনায় আামার স্বামী ও ছেলেকে অন্যায়ভাবে মামলায় ফাঁসানো হয়েছে। বাদীর মামারা প্রভাবশালী হওয়ায় আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
গোপাল চন্দ্র ঘোষ উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামের মৃত নিখিল চন্দ্র ঘোষের ছেলে। তিনি সিংড়া সদরের পূবালী ব্যাংকে সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- ব্যাংক কর্মকর্তাকে মারধরের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।