স্টাফ রিপোর্টার
নাটোরে পৃথক দুইটি অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস থেকে মাদক সহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। গ্রেফতারকৃতরা হল, সিলেটের চাঁদনীঘাট মালোপাড়া দক্ষিন সুরমা থানার ফটিক মিয়ার ছেলে রুহেল আহম্মেদ (২৬) ও চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার আন্দিপুর মহল্লার জামাল হোসেনের ছেলে গোলাম রাব্বানী (২০) ।
জেলা মাদকদ্রব্য অদিদপ্তরের পরিদর্শক মোঃ মাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশী চৌকি বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম। এসময় সিলেট থেকে চাপাই নবাবগঞ্জগামী আর, পি ¯েপশাল নাইস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশীকালে বাসে থাকা রুহেল আহম্মেদের কাছে থাকা একটি বস্তার ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে একই সময় বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাসে আর, পি ¯েপশাল রোকেয়া বাসে তল্লাশীকালে বাসীর যাত্রী গোলাম রব্বানীর কাছে ট্রাভেল ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।