স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে মোহরকয়া গুচ্ছগ্রামে বাড়ি নির্মাণের জন্য রাখা ড্রামের পানিতে ডুবে মুসা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের জামাত প্রামাণিকের ছেলে। রোববার (১৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ি নির্মাণের জন্য ২০০ লিটার ড্রামে পানি রাখা ছিলো। দুপুরে মুসা ওই ড্রামের পানিতে গোসল করতে যায়। এ সময় ড্রামের ভেতর থেকে মগ দিয়ে পানি উঠিয়ে গোসল করার সময় পা পিছলে ড্রামের ভেতরে পড়ে যায় মুসা । পরে অনেক খোজাখুজির এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে মুসাকে ড্রামের ভেতরে পড়ে থাকতে দেখে চিৎকার করে তার মা। পরে স্থানীয়রা এসে মুসাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।