স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত শিক্ষক জিল্লুর রহমান (৪৮) নলডাঙ্গা উপজেলার চাদপুর গ্রামের বাসিন্দা এবং নওগাঁর আত্রাই উপজেলার থল ওলমা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় চাদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আহাদ আলী (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামববাসী জানায় নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল, রহিদুল ও জিল্লুর রহমানের সাথে তাদের আপন চাচাতো ভাই আবেদ আলী, হামেদ ও সামাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই গত শুক্রবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষকে থামাতে গিয়ে প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা জিল্লুর রহমানের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এসময় দুুই পক্ষের আহত হন আরো নয়জন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদেও মধ্যে গুরুতর আহত জিল্লুর সহ দুুইজনকে রাজশাহী েিমডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক জিল্লুর রহমানের মৃতু হয়। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন,
সংঘর্র্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সেখানে পুলিশ পাঠানো হয় এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়। এছাড়া হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগেআহাদ আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।