নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় বাবুল আকতার নামে এক কাপড় ব্যবসায়ি নিহত হয়েছেন। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে।শুক্রবার রাত পৌনে ১ টার দিকে লালপুর বাঘা সড়কের কসাইপাড়া এলাকায় এঘটনা ঘটে।নিহত বাবুল আকতার-৪৫লালপুর উপজেলার সাইপাড়া গ্রামের ইনসার আলীর ছেলে। আহতরা হলেন বাবুলের পিতা ইনসার আলী ও ছোট ভাই সৈকত।
জানা যায়, রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক ধাক্কা দেয় মাটরসাইকেলটি। এতে মোটরসাইকেল আরোহী ৩ জন মোটরসাইকেল থেকে সিটকে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে বাবুল মারা যায়।