স্টাফ রিপোর্টার
নাটোরে সিংড়ায় আশ্রায়ণ প্রকল্পে আগুনে ১০টি বসতঘর, দুইটি গরু পুড়ে ভম্মিভূত হয়েছে। এসময় আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের ঘরে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে যায় ।বৃহস্পতিবার দুপুরে ১২টার উপজেলার চামারী ইউনিয়নের আর্দশ গ্রাম আশ্রায়ণ প্রকল্পে এ আগুনের ঘটনা ঘটে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ায়ার সার্ভিস লিডার মো. কামরুজ্জামান জানান, দুপুরে আর্দশ গ্রামের আশ্রায়ণ প্রকল্পেরেএকটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তেই ১০টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে ১০টি বসতঘর, গোয়াল ঘরে থাকা দুইটি গরু পুড়ে মারা যায়। সেই সঙ্গে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাপত্র, নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে আশপাশের আরো ৭ টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলে জানান।
৫ নং চামারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান স্বপন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে র ১০টি ঘর আসবাবপত্র ওনগদ টাকা পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সিংড়ার মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন । তারা ক্ষতিগ্রস্থদের শুুকনেনা খাবার বিতরণসহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।