স্টাফ রিপোর্টার
নাটোরে আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে দূর্বত্তরা গুলি করে এবং কুপিয়ে আহত করেছে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে । ঘটনাটি ঘটেছে , বুধবার বেলা সাড়ে ১২ টায় শহরের ফুলবাগান এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনের প্রধান সড়কে ।
নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান , বুধবার সকালে নাটোর আদালতে হাজিরা শেষে মোটর সাইকেল নিয়ে বাসায় ফেরার পথে বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুলের সমর্থকেরা একটি প্রাইভেট কার ধাক্কা দিলে বিএনপি নেতা দেওয়ান শাহী মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে যান । এসময় ১৫/২০ জন সন্ত্রাসী তার দুই পায়ে গুলি করে এবং এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দূর্বত্তরা । পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর শহরের সততা ক্লিনিকে ভর্তি করে। পরে তার স্বজনরা সততা ক্লিনিক থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।সততা ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় দেওয়ান শাহীন বলেন, কোয়েল , সেলিম ,সজিব প্রিন্স সহ আওয়ামীলী যুবলীলীগের সন্ত্রাসীরা তার ওপরে হামলা করে এবং গুলি ও কুপিয়ে আহত করে।
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে দেওয়ান শাহীন একজন সন্ত্রাসী ,চাাঁদাবাজ।সে নাটোরের মানুষ না হয়েও নাটোওে থাকে এবং রুহুল কুুদ্দুস দুরুর নেতৃত্বে সে অগ্নি সন্ত্রাস থেকে এমন কোন অপকর্ম নেই যা করে নাই। তার বিরুদ্ধে নাটোর সদও ও নলডাঙ্গা থানায় অসংখ্য মামলা রয়েছে। এমন একজন নিকৃস্ট ব্যক্তির বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তার আগেই স্থানীয় লোকজন তাকে একটি ক্লিনিকে ভর্তি করে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।