স্টাফ রিপোর্টার
নাটোরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পার গুরুদাসপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতিক হাসান-২২, নারায়নপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে সুমন আলী-২৩ ও টিপু সুলতান -৩৩ এবং একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু জাফর -২৫। এর মধ্যে আতিক হাসানের দুইবার যাবজ্জীবন সাজা অর্থাৎ ৬০ বছরের কারাদন্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলা এবং আদালত সুত্রে সুত্রে জানা যায় , পারগুরুদাসপুর গ্রামের শাহাদৎ হোসেনে মেয়ে মেয়ে ছাবিনা খাতুন-১৫ কে সাজাপ্রাপ্ত একই গ্রামের আতিক হাসান প্রেম প্রস্তাবদেয় এবং উত্যক্ত করতে থাকে। কিন্তু ছাবিনা প্রত্যাখান করলে ২০১৪ সালের ১০ আগস্ট সকাল পৌণে ৮ টায় প্রাইভেট প পড়তে যাওয়ার পথে সাজাপ্রাপ্ত ৪জন উত্তর নারীবাড়ী গ্রামের মিঠুর মুদিখানা দোকানের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে ছাবিনার চাচা আমিরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় সাজাপ্রাপ্ত ৪জনকে অভিযুক্ত করে শিশু অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশীট প্রদানের পর স্বাক্ষী প্রমাণ গ্রহণ শেষে বিচারক অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে দোষী প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন। জরিমানার টাকা ভিকটিম ছাবিনাকে প্রদানের ও নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে নাটোর জজ কোর্টের এসপিপি আনিসুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নশ্চিত হয়েছে।