স্টাফ রিপোর্টর
নাটোর জেলার সিংড়া থানাধীন রাণীনগর গ্রামস্থ শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ২২ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৫ নাটোর ক্যাম্পের সদস্যরা । আটককৃতরা হলেন নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা @ আশিক (২৪), মদনহাট গ্রামের ফজলুর রহমানের ছেলে ফেরদৌস আহম্মেহ ফারদিন (২০) এবং শহরের বড়গাছা মহল্লার বেলাল হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন (২৩।
অভিযানে তাদের কাছ থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮৬০ টাকাসহ জব্দ করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় র্যাব-৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিঞ্জপ্তীতে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ ফেব্র“য়ারি) নাটোরের সিংড়া থানাধীন রানীনগর গ্রামস্থ শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা আনুমানিক ১১ লাখ টাকা মূল্যের ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।
তারা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।