স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনী প্রচারনায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর এলাকায় নির্বাচনী প্রচারনাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
নেতাকর্মীরা জানান, দুপুরে বাগাতিপাড়া উপজেলার বাজিতপুর এলাকায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলেন। এসময় তিনি বমি করা শুরু করেন। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামের জন্য বাসায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে তার নিজ বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গ্যাষ্ট্রিক জনিত সমস্যার কারণে তার বমি হয়ে থাকতে পারে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় বেড রেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়।