স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বকুল বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রাম মহল্লার মৃত শামসউদ্দিনের ছেলে।
তার ছোট ভাই মোস্তাইদুল হক বুুলু বলেন, বকুল দুপুরে গোপালপুর এলাকায় ব্যক্তিগত একটি কাজে যান। এ সময় গোপালপুর মাদরাসা সংলগ্ন লিচু বাগান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তার নামে থানায় নাশকতার অভিযোগে মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।*