স্টাফ রিপোর্টার
দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার প্রত্যুষ্যে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। নাটোর শহরের মাদরাসা মোড়ে শহীদ স্মৃতি সৌধে নাটোর জেলা প্রশাসনের পক্ষে নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাছের ভুঁইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন । এছাড়া নাটোর পৌরসভার পক্ষে মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।অপরদিকে নাটোর জেলা আওয়ামীলীগ শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন। পরে মার্চ পাস্টে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক । অপরদিকে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। অনিমা চৌধুরী মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান দেওয়া হয়। জেলা প্রশাসক আবু নাছের ভ’ঁইয়ার সভাপতিত্বে আলোচনা বক্তব্য দেন, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মোল্লা প্রমুখ। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বীরপ্রতীক সোলায়মান আলীকে সম্মাননা প্রদান করে জেলা প্রশাসন। সংবধনা সভায় সদর উপজেলার ৩শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার অংশ গ্রহন করে।