স্টাফ রিপোর্টার
নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভ’ঁইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) রওশন আলম অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক কামাল হোসেন ,সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, হালিম খান, মেহেদী হাসান, সুফি মোহাম্মাদ সান্টু, নাইমুর রহমান, প্রমূখ।সভায় স্বাধীনতার মাত্র কয়েখদিন আগে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অপারেশন সার্চ লাইটের আওতায় পাকিস্তান আর্মি এবং তাদের দোসর রাজাকার, আল সামস্ সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এক যোগে সারা দেশে মেধাশুন্য করার উদ্দেশ্য শিক্ষক , সাংবাদিক, লেখক, সরকারী কর্মকর্তাসহ অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত তালিকা প্রণয়ন সহ একটি কমিশন গঠন করে এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দোয়া ও আলোচনার আয়োজন করে জেলা প্রশাসন।এছাড়া জেলা আওয়ামীলীগ , ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী , এসএনএস সরকারী কলেজ, রানী ভাবানী মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যথাযোগ্য