স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাইফুল ইসলাম (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার চাপিলা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সাইফুল নওয়াপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, নিহত সাইফুল ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে সুপারির গাছ কাটতে ছিলেন। এসময় তার চাচাতো ভাই মো. তারাজুলের ছেলে মো. সোহেল রানা (৩০) ও সোহেলের শ্যালক মো. শাহিন আলীর (২৫) সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে সাইফুল মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তাকে স্থানীয় মৌখাড়া বাজারে একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুলের লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।