স্টাফ রিপোর্টার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর(শোকজ) নোটিশের জবাব দিয়েছেন নাটোর-২(নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
আজ শুক্রবার(১লা ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে নিজের প্রতিনিধি মারফত শোকজের জবার দেন প্রতিমন্ত্রী পলক।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার শফিকুল ইসলাম শিমুল সহ ২১ জন প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারন দর্শানোর নোটিশ দেন নির্বাচন কমিশন।এর জবাবে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নাটোর-২ আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান নাটোর জেলা সহকারি জজ আদালতের বিচারক শারমিন খাতুনের কাছে শফিকুল ইসলাম শিমুল স্বাক্ষরিত শোকজের লিখিত জবাব দাখিল করা হয়।
এ ব্যাপারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম জানান, শফিকুল ইসলাম শিমুল ৫ বছর উপজেলা চেয়ারম্যান ও ১০ বছর এমপি রয়েছেন। তিনি আওয়ামীলীগের তৃতীয়বারের মত মনোনায়ন পাওয়ায় নাটোর সদর ও নলডাঙ্গার
সর্বস্তরের মানুষ তাঁর অজান্তে তাকে সংবর্ধনার আয়োজন করেন। যা তিনি জানতেন না। এটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত।তবুও নির্বাচন কমিশন ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুখিত।