স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় নাটোর স্টেশন চকবৈদ্যনাথ এলাকায় অসহায় নারী এবং কিশোরীদের জন্য বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়।
অসহায় নারী এবং কিশোরীদের জন্য সারা দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ স্থাপন করছে বসুন্ধরা শুভসংঘ। তারাই ধারাবাহিকতায় নাটোর জেলায় লালপুর এবং নাটোর সদরে দুইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করা হয়। বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার উদ্যোগে আজ নাটোর স্টেশনে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। যেখানে উক্ত এলাকাসহ আশে পাশের অসহায় নারী এবং কিশোরী মেয়েরা বিনামূল্যে সেলাই কাজের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কন্ঠ নাটোর জেলা প্রতিনিধি এবং বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা মোঃ রেজাউল করিম রেজা। সারমিনা সাত্তার বরেন, অবহেলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বি হতে হবে। লেখা পাড়া, প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তিনি বসুন্ধরার এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান। সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠানে পুরো আয়োজনে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক সুষ্ময় দাস, সহ-সভাপতি বর্ষা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক শিশির কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রাশেদা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক চৈতি চৌহান, ক্রীড়া সম্পাদক আসলাম আলী সরদারসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।