শিরোনাম
বড়াইগ্রামে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে সেনাবাহিনীর  সুতিজাল উচ্ছেদ, স্বস্তিতে কৃষকরা নাটোরে ছিনতাইয়ের সময় আটক ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন মহিলা ছিনতাইকারী নাটোরে চলন্ত ট্রাকের নিচে ভ্যান পিষ্ট হয়ে নিহত ২ চালক বগুড়ার বিএনপি নেতাকে হত্যাঃ সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা নাটোরে অবৈধ ড্রিংকিং ওয়াটার ও বেকারি পণ্য উৎপাদন ,মামলা, ৩৫ হাজার টাকা জরিমান নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়িকে মারপিটের ঘটনায় ১৫ বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মামলা, গ্রেপ্তার এক E- Paper বড়াইগ্রামে নির্যাতিত আলীগ কর্মীর বাড়িতে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী নাটোরে নয় লক্ষ তেতাল্লিশ হাজার জালসহ টাকা সহ পাঁচজন গ্রেপ্তার

সিংড়ায় একসঙ্গে এক গরুর দুই বাছুরের জন্ম

  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
সিংড়ায় একসঙ্গে এক গরুর দুই বাছুরের জন্ম#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের  সিংড়ায় এক গাভীর একসাথে দুইটি বাছুর জন্ম হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার জোড়মল্লিকা গ্রামের আব্দুর রবের ফ্রিজিয়ান জাতের একটি গাভী দুইটি বাছুর জন্ম দেয়।

আব্দুর রব পেশায় একজন কৃষক। দেড় মাস আগে আড়াই লক্ষ টাকা দিয়ে গর্ভবতী গাভীটি কিনেন তিনি। গাভীটিকে ঘিরেই তার স্বপ্ন। গাভীর বাচ্চা হলে সেটা পালন করে টাকা জমিয়ে একবারে মোটা কাজ করবেন বলে তার মনে আশা। তার সে স্বপ্ন পূরণ হওয়ায় খুবই আনন্দিত।

একসঙ্গে দুইটি বাছুর প্রসব করায় প্রতিবেশীরা দেখতে আব্দুর রবের বাড়িতে ভিড় জমান।

গাভীর মালিক আব্দুর রব জানান, ফ্রিজিয়ান জাতের ওই গাভীটি দেড় মাস আগে ক্রয় করেন তিনি। অনেক সেবা-যতœ করেছে গাভীকে। বাছুর দুটি ও গাভী সুস্থ আছে। ভাগ্যের চাকা যেন ঘুরে যায় সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম জানান, সিংড়াতে এর আগেও একটি গাভীর দুটি বাছুর হয়েছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাভীর যেন দুধের স্বল্পতা না হয়। গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। বাছুর দুটি যেন ঠিকমতো দুধ পায়। আমরা পরিদর্শনে যাবো এবং প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিয়ে সহযোহিতা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com