স্টাফ রিপোর্টার
নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র

ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম স্থগিত ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মাসুমকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নগরীর চন্দ্রিমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরিফুর রহমান মাসুম নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি রাজশাহীতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে স্থানীয়রা তাকে আটক করে চন্দ্রিমা থানায় হস্তান্তর করেন। পরে পুলিশ তাকে নাটোর থানায় হস্তান্তর করে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে নাটোর-২ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসায় সংঘটিত শিক্ষার্থী ইয়াসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক মো. ফয়সল তারেক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, প্রাথমিক তদন্তে আরিফুর রহমান মাসুমের বিরুদ্ধে তিনটি হত্যা মামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।
