স্টাফ রিপোর্টার
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাটোরে সব রুটের গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। এছাড়াও নাটোরের গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রোববার(২৯ অক্টোবর) সকাল থেকে নাটোর শহর থেকে বিভিন্ন রুটে যাত্রী নিয়ে গণপরিবহন ছেড়ে যেতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকালে শহরের মাদ্রসা মোড় থেকে বগুড়া রুটে বিভিন্ন গণপরিবহন ছেড়ে যায়। তবে যাত্রীদের চাপ কিছুটা কম দেখা গিয়েছে। শহরের হরিশপুর বাইপাস, টার্মিনাল, বেলঘড়িয়া বাইপাস থেকে নিদিষ্ট সময়ে যানবাহন ছেড়ে গেছে। তবে ঢাকাগামী যান চলাচল কম ছিল। এসব স্থানে পুলিশের বাড়তি সর্তকতা জোরদার ছিল।
অন্যদিকে বিএনপি-জামায়াতের হরতালে সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শক্ত অবস্থানে দেখা গেছে। তবে হরতালে তেমন কোনো বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
সকাল-সন্ধ্যা বিএনপি-জামায়াতের হরতালে নাটোরে যাত্রীবাহী বাসে তেমন কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবে ছেড়ে গেছে সব রুটের পরিবহন। তবে অন্যদিনের মতো যাত্রীদের চাপ কিছুটা কম ছিল। অপরদিকে শহরের বেশি ভাগ দোকানপাট খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গিয়েছে।
জেলা বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, হরতাল পালনে সকাল থেকেই নেতাকর্মী মাঠে রয়েছে। গতকাল রাতে হরতাল সফল করতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। সহিংসতা ছাড়া আমরা শান্তিপূর্ণ হরতাল করছি।
নাটোর বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, সকালে রাজশাহী, নওগাঁ, বগুড়ার রুটে যাত্রী নিয়ে বাস ছেড়ে গেছে। স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করছে। এবং যাত্রী নিয়ে সকল রুটে বাস চলাচল করছেন বলে তিনি জানান।
Post Views: 184