স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ

জাতীয় সংসদ নির্বাচনের নাটোরের ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় যাচাই বাছাই কার্যক্রম।এতে নাটোরের ৪টি আসনের বিএনপি ও জামায়াতের সকল প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। প্রথমে মামলার কারণে নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রার্থীতা অপেক্ষমান রাখা হলেও ডকুমেন্ট প্রাপ্তি সাপেক্ষে তা বৈধ ঘোষনা করা হয়।দুলু উপস্থিত না থাকলেও নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় নেত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। জামায়াতের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। এর আগে ৪টি আসনের ৩৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে বাতিল করা হয় ৫ প্রার্থীর প্রার্থীতা। এছাড়া অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে ৭জনকে। বর্তমানে চারটি আসনে ২৩জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেন রিটানিংঅফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন।
