
স্টাফ রিপোর্রটার
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া )আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক।
শনিবার (২৭ ডিসেম্বর) বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সমর্থক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।
মনোনয়ন উত্তোলনের পর জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, তিনি এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, তিনি সম্প্রতি বিএনপির গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন এবং এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তার মনোনয়ন উত্তোলনের খবরে বাগাতিপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
