স্টাফ রিপোর্টার

নাটোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি#সংবাদ শৈলী
নাটোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি#সংবাদ শৈলী

নাটোর শহরের বেন বেলঘড়িয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল ধরানো অস্ত্র দেখিয়ে দুইজন অটো রিক্সা যাত্রী কাছ থেকে ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার ভোর শোয়া পাঁচটায় বনবেল ঘরিয়া -নলডাঙ্গা সড়কে এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার ভবানীগঞ্জের জুয়েল জানান, তারা নারায়ণগঞ্জ থেকে শালার বিয়ের উদ্দেশ্যে ৫০ হাজারটাকাসহ পরিবারের সদস্যদের নিয়ে বাগমারা উপজেলার ভুবানীগঞ্জ যাচ্ছিলেন। নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাসে নেমে তারা অটো রিক্সাযোগে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ যাচ্ছিলেন। কিন্তু বন বেলঘরিয়া বাইপাস থেকে নলডাঙ্গা সড়কে উঠার মাথায় সুপারি গাছ ফেলে ৪-৫ জনের একদল ডাকাত অটো রিক্সার গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জুয়েলের নিকট থেকে মোবাইল ফোন ও তার স্ত্রীর ব্যাগে রাখা পঞ্চাশ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে স্বামী স্ত্রী আহত হয়। এ বিষয়ে নাটোর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান ,বিষয়টি তারা অবগত হয়েছেন ।তবে থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার এবং আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *