স্টাফ রিপোর্টার
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তার আপন ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে রাজনের সমর্থকরা ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন-লালপুর থানা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, লালপুর থানা উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. পারুল আক্তার, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন,আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী, গোপালপুর পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লবসহ তার সমর্থিত নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন । মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার মা অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।
অপরদিকে, এ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থী বিপক্ষে বিএনপি দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নাটোর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত তার আপন ভাই ইয়াসির আরশাদ রাজন ও তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বলেন, ডা. ইয়াসির আরশাদ রাজনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনি আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *