স্টাফ রিপোর্টার

২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে নাটোর থেকে হাজার হাজার বিএনপি নেতা কর্মি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ দাবি করেছেন ১৩০ টি বাস ,দুইশর মত মাইক্রোবাস বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে রওনা হয়েছেন। এছাড়া আজ রাতে ট্রেনের ৫ টি বগিতে নেতা কর্মিরা ঢাকায় যাবেন। দলীয় সূত্র জানায় নাটোর সদরসহ নলডাঙ্গা, লালপুর, বাগাতিপাড়া, সিংড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার তৃণমূল বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখতে ও তাঁর কথা শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।পরিবহন সংকট এড়াতে এবং রাস্তায় ভিড়ের কথা চিন্তা করে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে গত মঙ্গলবার এবং বুধবার ঢাকায় পৌঁছেছেন। কেউ কেউ ইতোমধ্যেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিয়েছেন।
তিনি আরো বলেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু কেবল নাটোরের নেতাকর্মীদের জন্য একটি বিশেষ ট্রেনের ৫ টি বগি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বরাদ্দ পেয়েছেন। বুধবার রাত ১০ টায় বিশেষ ট্রেনে বিএনপির নেতাকর্মীরা রওনা হবেন । জেলা বিএনপির আজবায়ক রহিম নেওয়াজ বলেন . বিএনপি মনোনাীত প্রার্থী এবং জেলা বিএনপি জেলার ৫২টি ইউনিয়ন থেকে তৃণমূল নেতা কর্মিদের মংগে নিয়ে ঢাকায় পৌঁছানোর যাতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।
