গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানা সিলগালা২ লাখ টাকা জরিমানা #সংবাদ শৈলী
গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানা সিলগালা
২ লাখ টাকা জরিমানা #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে একটি গুড়ের কারখানাকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাজিরপুর শেখ এগ্রো নামে মো. আব্দুল হান্নান শেখের মালিকানাধীন ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা যায়, কারখানাটিতে উৎপাদিত গুড়ে হাইডোজ ও কেমিক্যাল পাউডার ব্যবহার করা হচ্ছিল। পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভেজাল খাদ্যবিরোধী আইনে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গত ১৮ ডিসেম্বর গুরুদাসপুরের দুলাল সোনারের ভাই ভাই বাণিজ্যলয়ে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা একটি গুড়ের কারখানা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায়ও হাইডোজের উপস্থিতি পাওয়া গেছে। ওই কারখানার নমুনা সংগ্রহ করে সিলগালা অবস্থায় রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্যবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *