স্টাফ রিপোর্টার
আগামী ২৮ অক্টোবর ঢাকায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী ৪ নভেম্বর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে সর্বকালের সেরা জমায়েত হবে ঢাকায়।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে ওবায়দুল কাদের এ কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবেশটা আমাদের অনুকূলে নেই। দেবীর ঘোটকে আগমনের বার্তা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। যারা সন্ত্রাস করতে চায় তাদের অসুরের মতোই বধ করতে হবে।
তিনি বলেছেন, রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে আছে। ভবিষ্যৎ ভেবে জনমনে আতঙ্ক বিরাজমান। বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় নির্বাচনে। নির্বাচন কিভাবে হবে তার পথ দেখাবে আমাদের সংবিধান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহারথের হাঁকডাক শুরু করেছে। কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু তাদের অবস্থা ১০ ডিসেম্বরের মতো হবে।
দুর্গাপূজা উপলক্ষে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের জনসমুদ্র হবে।আর ৪ নভেম্বর মেট্রো রেলের উদ্বোধনী মঞ্চে সর্বকালের সেরা জমায়েত হবে ঢাকায়।