
স্টাফ রিপোর্টার
টিনএজ বয়সে প্রেমের কারণে বাবা মায়ের ওপর অভিমান করে পৃথিবী থেকেই চির বিদায় নিল ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া ছেলে আল আমিন ১৪। নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে আত্ম হত্যা করে সে। মৃত আল আমিন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামের আজিজুর রহমানের এক মাত্র ছেলে। সে রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার নহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও প্রতিবেশী সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে আল আমিনের সঙ্গে তার বাবা-মায়ের কথা কাটাকাটি হয়। পরে সে রাতের খাবার না খেয়েই বাড়ির দক্ষিণ পাশের আধাপাকা ঘরে শুয়ে পড়ে।
শনিবার সকালে আল আমিনের বাবা ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নামান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করাসহ আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
