স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়ায় মানসিক চাপে এক প্রতিবন্ধী যুবক মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত যুবক হেলাল উদ্দিন বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর শেখপাড়া এলাকার ইয়াহিয়ার ছেলে। শনিবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিবন্ধী হেলাল উদ্দিন পারিবারিক কারণে দীর্ঘদিন থেকেই মানসিক চাপে ভুগছিলেন। এই চাপ থেকেই বাড়ির পাশের আমগাছের ডালের সাথে শনিবার রাতে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রোববার সকালে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই যুবক মানসিক চাপে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।