স্টাফ রিপোর্টার
নাটোর এক যোগে ১৩৮৮ টি কেন্দ্রে দুই লাখ ৪৮ হাজার ৫৯৫জন শিশুকে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ সকালে আনুষ্ঠানিকভাবে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নাটোর সদর উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভুঞা ও জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান।
জেলা সিভিল সার্জন জানান, আজ রোববার(১৮ জুন) দিনব্যাপী নাটোর জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫২ ইউনিয়নে ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন ‘এ’ প¬াস খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন।
নাটোর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সারমিনা ছাত্তার, পৌর মেয়র উমা চৌধুরি জলি, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান প্রমুখ।