স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় পেঁয়াজ ব্যভসায়িকে মারপিট করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রেজাউল ব্যাাপারী নামে একজনকে গেপ্তার করেছে র্যাব। বুধবার (১১অক্টোবর) সকাল সাড়ে আটার সময় নলডাঙ্গা উপজেলার পাটুর বাজার থেকে তাকে গেস্খপ্তার করা হয়। গেপ্তারকৃত রেজাউল ব্যাপারী -৩৩ নলড্ঙ্গাা উপজেলার বাঁশভাগ গস্খামের মৃত নবীর উদ্দিনের ছেলে।
র্যাব জানায় গত ২৩ সেপ্টেম্বর নলডাঙ্গা বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম নামে একজন পেঁয়াজ ব্যবসায়ি তার শশুর পিপরুল গ্রামের সিরাজ সরদারের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন।। পথে হাঁপানিয়া-বাঁশভাগ সড়কের আলমের মোড়ে পৌছালে হেলমেট পড়া ২/৩ জন তাকে পিস্তল ঠেকিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে ২লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে রেজাউল ব্যাপারীসহ অজ্ঝাত আরো ২জনকে অভিযুক্ত কওে নলডাঙ্গা থানায় একটি মামরা দায়ের করেন। এই মামলার এজাহার ভুক্ত আসামী রেজাউল ব্যাপলী র্যাব নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রেজাউল ব্যাপারীকে গ্রেফতার করে। নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার বলেন, রেজাউল ব্যাপারীকে নাটোর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।