স্টাফ রিপোর্টার
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে নাটোরে জেলাজুড়ে গত বুধবার থেকে বৃহস্পতিবার সারাদিন পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কারণে পানিতে নিমিজ্জত হওয়া হয়েছে বিভিণœ ধরণের ফসল। অনেক বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। পানি নামছে ধীরে ধীরে।
কৃষি সম্প্রসারণ সুত্র জানায় ,ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় ৭৯৮ হেক্টর রোপা আমন , ৪২.০২ হেক্টর জমিতে বিভিন্ন ধরণের সবজি , ১.৭ হেক্টর মাসকালাই, ফলবাগান ৩ হেক্টর এবং ২ হেক্টর জমির পান বরজ পানিতে নিমজ্জিত হয়েছ্।ে
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, যে সমস্ত ফসল পানিতে নিমজ্জিত হয়েছে তার পুরোটাই ক্ষতি হয়েছে এমন কথা বলা যাবে না। কারণ পানি নামতে শুরু করেছে। অনেক জমির ফসল আংশিক আবার কান কোন জমির ফসল পুরােটাই ক্ষতিগ্রস্থ হতে পারে। পানি নেমে যাওয়ার পরে প্রকৃত ক্ষতির চিত্র নিরুপণ করা সম্ভব হবে।