স্টাফ রিপোর্টার
নাটোরের সলডাঙ্গায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কৃষি অফিস ঘেরাও করেছেন কৃষকরা। আসন্ন বোরো মৌসুমের জন্য ডিলার পয়েন্টে গিয়ে সার না পেয়ে ক্ষুদ্ধ হয়ে এ কর্মসূচি পালন করেছেন তারা।রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলা মোড়ে নাটোর -নওগাঁ সড়ক অবোরোধ করে কৃষকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিন্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে উপজেলা মোড়ে অবস্থিত সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়ালের দোকানে গিয়ে সারের জন্য অপেক্ষা করতে থাকেন তারা। সেখানে সার না থাকার খবর পেয়ে একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে ওঠেন তারা। পরে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে ফিরে উপজেলা মোড়ে গিয়ে নাটোর -নওগাঁ প্রধান সড়ক অবরোধ করেন। বিক্ষোভ মিছিল থেকে কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেনের অপসারণ দাবি করেন। অরদিকে নলযাঙ্গায় বিক্ষোভের খবর পেয়ে মাধনগরেও নওগা- নাটোর সড়কে বেলা ২টার দিকে বিক্ষোভ করেন কৃষকরা। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন সার প্রাপ্তি নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কৃষকরা। এই দুটি অবরোধের ফলে নওগাঁ নাটোর মহাসড়কে তীব্র যানজট রেঘে যায়।
কৃষকরা অভিযোগ করেন, রবিবার ৭ ডিসেম্বর সার দেওয়ার কথা থাকলে ডিলারেরা সার দিচ্ছে না। আমরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছি না। এভাবে সংকট চলতে থাকলে ফসল উৎপাদনে ব্যাহত হবে, ফসলের ফলন কমবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।কৃষকরা অভিযোগ করেন,সরকারী মূল্যের চাইতে প্রতি বস্তায় ৬০০/৭০০ টাকা বেশি দিয়ে সার সংগ্রহ করে কোন রকম আবাদ করতে হচ্ছে। সার সরবরাহ না থাকলে তারা আবাদ করতে পারবে না। কৃষকরা দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানান।
এ বষিয়ে শ্যাম সুন্দরের ব্যবস্থাপক বকুল দাস জানান, বরাদ্দ অনুযায়ী সব সার তারা উত্তোলন করতে পারেননি। অনেক কৃষক চলতি রবি ও আসন্ন বোরো মৌসুমের একবারে সার সংগ্রহ করার কারণে চাপ তৈরি হয়েছে। বরাদ্দ অনুযায়ী সকল সার কৃষক-পর্যায়ে বিক্রি করে দেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান বলেন, ডিলার পয়েন্টে সার পৌঁছলেও কৃষকরা কেন পাচ্ছে না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

