পুলিশকে আরও জনমুখী হতে হবে-নাটোরের নবাগত পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসংবাদ শৈলীপুলিশকে আরও জনমুখী হতে হবে-নাটোরের নবাগত পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসংবাদ শৈলী


স্টাফ রিপোর্টার

নাটোরে নবাগত পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেছেন নির্বাচন যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে এজন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাবে। পুলিশ কোনভাবেই কারো পক্ষ অবলম্বন করবে না। একই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে আরও জনমুখী হতে হবে। দুই পক্ষের মধ্যে বিরোধে কোন পক্ষই যেন অবিচারের সম্মুখীন না হয় সে বিষয়ে আমি পুলিশকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে বলেছি। এছাড়া শিক্ষার্থীরা যাতে সুনাগরিক হিসেবে যাতে গড়ে উঠতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। ব্যক্তিজীবন থেকে তারা যাতে সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে আমাদের কাজ করতে হবে। অপরাধ দমনে পুলিশকে কঠোর হতে হবে। তিনি বলেন আমি আমার কর্মকর্তাদের বলেছি আমাদের মনে জগত ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ধর্ম বর্ণ জাতিভেদের কোন বৈষম্য না করে সকল মানুষের প্রতি সমমর্যাদা সম্পর্ক নিশ্চিত করার জন্য তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। নাটোর জেলা পুলিশের উদ্যোগেপুলিশ সুপারের কার্যালয়ে সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *