স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক প্রবীণকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, লেন্স সংযোজন, রোগীদের থাকা খাওয়ার ব্যবস্থাসহ কালো চশমা ও ওষুধপত্র দেওয়া হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত এন্ডারলি কেয়ার বাংলাদেশ এর আয়োজনে ওই ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান।
এসময় নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মর্কর্তা মো. মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক-নার্সরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সষ্টিটিউট হাসপাতালের ন্যাশনাল আই কেয়ারের সহযোগীতায় দিনব্যাপি ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার খুবজীপুর অধক্ষ্য আব্দুল হামিদ কমপ্লেক্সে বাছাইকৃত অপারেশনযোগ্য রোগীদের তালিকা তৈরি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, চোখ অমুল্য সম্পদ। কিন্তু গরীর রোগীদের বে-সরকারী হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়া কিংবা অস্ত্রপচার করানো কষ্টসাধ্য। চক্ষু রোগীদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন।