স্টাফ রিপোর্টার
নাটোরের হালতিবিলে বেড়াতে গিয়ে নৌকাডুবে ১১ বছর বয়সের যমজ দুই ভায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধা ৭াটায় নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় হালতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনার দেড় ঘন্টা পরে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত যমজ দুই ভাই হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার আড়বাব গ্রামের আরফিুল ইসলামের ছেলে আব্দুল্লাহ১১ও আব্দুর রহমান১১।
জানা যায়, আড়বাব থেকে ১৬ জনের একটি দল মিনি কক্সবাজার খ্যাত হালতিবিল এলাকায় বেড়াতে আসেন। পাটুল থেকে একটি নৌকা ভাড়া করে তারা বিলে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে সন্ধা ৭টার দিকে বৈদ্যুতিক খুটির তারে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যান্য নৌকার যাত্রীরা ১৪জনকে উদ্ধার করলেও যমজ দুই ভাই আব্দুল্লাহ ও আব্দুর রহমান নিখোঁজ থাকে। বিষয়টি নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে রাত সাড়ে আটটার দিকে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।