স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় মোটরসাইকেল ও ট্রলিগাড়ি মুখোমুখি সংঘর্ষে সিজান (১৭) নামে ১০ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিংগইন–জোরমল্লিকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিজান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার প্রবাসী সোহেল রানার ছেলে। সে সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লায় নানার বাসা থেকে পড়াশোনা করতো। সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার ১০ম শ্রেণির ছাত্র ছিল সিজান।
স্থানীয় সূত্রে জানা যায়, সিজানসহ তিনজন বন্ধু মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথিমধ্যে নিংগইন এলাকায় ট্রলিগাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিজান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুশফিক ও সোহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন, এর মধ্যে একজন ঘটনাস্থলে মারা গেছে। দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

