স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন এই আওয়ামী লীগের অন্যায় অত্যাচারের কারণে ১৭ বছর পর বাংলাদেশের মানুষ এদেরকে তাড়িয়েছে। তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে এই শেখ হাসিনা তার দোষেরদেরকে নিয়ে ভারতে গিয়ে পালিয়ে রয়েছে,।সেখানে থেকে তারা এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই আওয়ামী লীগ যখনি হরতাল দিত তখন আপনারা টেলিভিশনে দেখতেন অগ্নি সন্ত্রাস। অথচ তারা খালেদা জিয়াকে বলে অগ্নি সন্ত্রাসী।কিন্তু খালেদা জিয়া কোনদিনও সন্ত্রাসেকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আওয়ামীলীগ নিজেরা বাসে আগুন ধরিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে। আর টেলিভিশনে দেখাতো বিএনপি অগ্নি সন্ত্রাস করছে। আপনারা দেখেছেন আওয়ামীলীগ গত কয়েক দিন থেকেই বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দিয়ে ,বাড়িতে আগুন দিয়ে অগ্নি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চাচ্ছে। তারা জানে বিএনপির সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলেই আজ ঐক্যবদ্ধ । অগ্নি সন্ত্রাস করে এই ঐকবদ্ধকে ভাঙ্গতে চাচ্ছে।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের ধনকোড়া গ্রাম বাসীর আয়োজনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও উঠান বৈঠকে এই সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য এ্যাঃ শাখাওয়াত হোসেন, এম, এ হাফিজ,যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ নেতা কর্মিরা।#

