স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন , আওয়ামী লীগ নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছে। এজন্য তাদের পরিণতি কি হয়েছে , তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে রয়েছে। বাংলাদেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছেন নির্বাচনের জন্য।৫ আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন শান্ত থাকার জন্য। বিএনপির লোকেরা শান্ত আছে । কিন্তু নির্বাচনকে নিয়ে যদি কোন চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় তাহলে বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।
তিনি বলেন এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা ,এই নির্বাচন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের নির্বাচন । এই নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপিসহ দেশের মানুষ মেনে নেবে না। এই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন । নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের কোন মুক্তি হবে বলে আমরা বিশ্বাস করি না। তিনি আজ রবিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়নের দুর্লভপুর আনসার চাষী মাঠে খাজুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভায় এই সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি,জেলা বিএনপির সদস্য এ্যাঃ শাখাওয়াত হোসেন, এম, এ হাফিজ,৩ নং খাজুরা ইউনিয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুট্রু সহ নেতা কর্মিরা।

