স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার অনুমোদনহীন অবৈধ কীটনাশক জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে জব্দকৃত কীটনাশকগুলো ধ্বংস করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৬লক্ষ টাকা মুল্যের ২৯২ কার্টুন অবৈধ কীটনাশক উদ্ধার করে উপজেলা প্রশাসন। অনুমোদনহীন অবৈধ কীটনাশক মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানের মালিক ইউনুস আলীকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণের স্বার্থে এসব অবৈধ ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।