নাটোর- ১ (লালপুর - বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি     #সংবা;দ শৈলীনাটোর- ১ (লালপুর - বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি     #সংবা;দ শৈলী

স্টাফ রিপোর্টার     

নাটোর -১ লালপুর বাগাতিপাড়া আসনে  বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে  ইয়াসির আরশাদ রাজন সমর্থকরা।     ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণার পর প্রতিপক্ষ তার ওই ভাই রাজন সমর্থকদের উপর হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠে রাজন সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে রাজন সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নাটোর-১(লালপুর – বাগাতিপাড়া )আসনে বিএনপির জয় নিশ্চিত করতে হলে ডা. ইয়াসির আরশাদ রাজনকেই মনোনয়ন দিতে হবে। মাঠে রাজনের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি অনেক শক্তিশালী। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামতের বিরুদ্ধে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, কেন্দ্র যদি দ্রুত রাজনের পক্ষে সিদ্ধান্ত না নেয়, তাহলে আসনটি বিএনপির জন্য ঝুঁকির মুখে পড়বে। তারা ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ডা. রাজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করার পর তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রার্থিতা ঘোষণা কিছুক্ষণ পরেই গৌরীপুর বাজারে পুতুল সমর্থকেরা রাজন সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় জিল্লুর রহমান নামে একজন রাজন সমর্থক বিএনপি কর্মী আহত হন। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ড্রাগন সমর্থকরা গৌরীপুর বাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। সোমবার রাত নয়টার দিকে গোদরা বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ  করে। এ বিষয়ে লালপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *