স্টাফ রিপোর্টার
নাটোর-বগুড়া মহাসড়কের নিমাকদমা এলাকায় আব্দুল মোমিন(২১) নামে এক মোটরসাইকেল আরোহীকে পিকআপ ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে মুরশিদুল ইসলাম(২২) নামের পিকআপ চালককে গ্রেফতার করেছে র্যাব।নিহত মোমিনের পিতার দায়ের করা হত্যা মামলা ২৪ ঘন্টার মধ্য চালক মুরশিদুলকে সিংড়ার বিনগ্রাম থেকে গ্রেফতার করা হয়। মুরশিদুল সদর উপজেলার তেবারিয়া এলাকার জালল উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিপিসি নাটোর-২ এর কমান্ডার মেজর আশিকুর রহমান। তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে চালক মুরশিদুল ইসলাম গোয়ালবাড়ী ব্রীজ হতে নিমাকদমা বাজারের মধ্যবর্তি স্থানে মাছ ভর্তি একটি নীল রংয়ের পিকআপ বেপরোয়াভাবে দ্রুত গতিতে চালিয়ে মোটরসাইকেল আরোহী আব্দুল মোমিনকে সামনা সামনি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মোমিন রাস্তা থেকে ছিটকে গিয়ে ডান পাজরসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়।পরে মুরশিদুল তার পিকআপে করে আঃ মোমিনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমিনকে মৃত ঘোষণা করে। মৃত্যুর সংবাদ শুনে চালক মুরশিদুল পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই নিহতের পিতা আব্দুল লতিফ পিতা হয়ে চালক মুরশিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১১ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে সিংড়া থানাধীন বিনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইনে দায়েরকৃত মামলায় পলাতক আসামী মুরশিদুলকে গ্ৰেফতার করা হয়।তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।