স্টাফ রিপোর্টার
নাটোর-১ আসনে(লালপুর বাগাতিপাড়া) সাবেক প্রতিমন্ত্রী ফজলুর হমান পটলের মেয়ে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অতি সম্প্রতি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, নাটোর-২(নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেনবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ,সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনে মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ । তবে নাটোর-৩ (সিংড়া) আসনের মনোনায়ন ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

                    