স্টাফ রিপোর্টার
৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে নাটোরের সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজনে দিবসটি পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় করেছেন বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সিংড়া পৌরসভার সোহাগবাড়ি মহল্লায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশাত্মবোধ গান গেয়েছেন এবং শিক্ষামূলক অভিনয় করেছেন। এতে করে তারা সকলের নজর কেঁড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, সিংড়া থানার ওসি মো. আসমাউল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদ আলী মোল্লা, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আঞ্জুমান আরা প্রমুখ।