নাটোর: ২৭ সেপ্টেম্বর
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদ্যাপনের অংশহিসেবে “তথ্যের অবাধ প্রবাহে অনলাইন স্পেসের গুরুত্ব (ঃযব রসঢ়ড়ৎঃধহপব ড়ভ ঃযব ড়হষরহব ংঢ়ধপব ভড়ৎ ধপপবংং ঃড় রহভড়ৎসধঃরড়হ) ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সকাল ১১:০০ টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠীত হয়। সম্মানীত জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সাধারণ), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ, সনাক সদস্য, ইয়েস সদস্য ও টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সনাক সভাপতি জনাব রেজাউল করিম রেজা বলেন- তথ্য না জানার কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। তিনি বলেন সরকারের সকল আইনই জনগণের উপর প্রয়োগ করা হয় কিন্তু এই একটিমাত্র আইন জনগণ সরকারের উপর প্রয়োগ করে। এই আইন অনুসারে সকল সরকারি বেসরকারি অফিস সমূহতে একজন তথ্য প্রদানকারি কর্মকর্তা নিযুক্ত করার উল্লেখ থাকলেও তা অধিকাংশ ক্ষেত্রে করা হয় না। যার ফলে তথ্যের অবাধ প্রবাহ বিঘিœত হয়।
সভায় সম্মানীত জেলা প্রশাসক জনাব আবু নাছের ভূঁঞা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে বর্তমান সরকার বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে তথ্য অধিকার আইন -২০০৯ অন্যতম। তিনি বলেন তথ্য অধিকার আইনকে সকল পর্যায়ে ক্ষমতার চর্চাকে জনগনের কাছে জবাবদিহিতা করা এবং জনগনের বাস্তব ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। আমাদের সকলকে আইনটির যথাযথ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও সভায় সনাক সদস্যবৃন্দ উপস্থিত হয়ে তথ্য অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বিষয় সমূহ উপস্থাপন করেন এবং সভায় টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ শফিউল ইসলাম- নাটোর জেলার সরকারি অফিস সমূহের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি)