স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৫ বছরেও বিচারকাজ সম্পন্ন হয়নি। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে বনপাড়া বাজারে মহাসড়ক বন্ধ করে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বনপাড়া বাজারে বাবু সংগ্রাম পরিষদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্র জানায়, হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নাটোর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার অভিযোগপত্র দাখিল করেন। এর আগে থানা-পুলিশ, র্যাবসহ মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্ত করেন।
অভিযোগপত্রে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, মাঝগাঁও আওয়ামী লীগের সাবেক সভাপতি খোকন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ মোট ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অপর আসামি বাদশা মিয়া তদন্ত চলাকালে মারা যাওয়ায় তাঁর নাম বাদ দেওয়া হয়।
মামলার আইনজীবী শরিফুল ইসলাম মুক্তা বলেন, ‘সিআইডি যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তার বিরুদ্ধে আমরা নারাজির আবেদন দিয়েছিলাম। নাটোর আদালতে সেই আবেদন বাতিল হওয়ায় ঢাকা হাইকোর্টে আবেদন করেছি।সেখানে অপেক্ষমাণ রয়েছে।’
মামলার বাদী ও নিহত বাবুর স্ত্রী মহুয়া নূর কচি বলেন, ‘দীর্ঘদিন পর সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় আমরা খুশি ছিলাম। কিন্তু তদন্ত প্রতিবেদনের বিষয়টি অসংলগ্ন হওয়ায় সন্তুষ্ট হতে পারিনি। তাই নারাজি দিয়েছিলাম।’
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাদের মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করার পরও খুনিরা ঘুরে বেড়াচ্ছে।
এদিকে বাবুর মৃত্যু দিবস উপলক্ষে বুধবার বিকালে বনপাড়া বাজারে মহাসড়ক বন্ধ করে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাবু সংগ্রাম পরিষদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় জেলা বিএনপির সাবেক সদস্য ও সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদন্ড থেকে খালাসপ্রাপ্ত ঈশ^রদীর বিএনপি নেতা শরীফুল ইসলাম তুহিন, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ও যুগ্ন আহ্বায়ক মেমন বক্তব্য রাখেন। পরে সানাউল্লাহ নুর বাবুর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। #
ক্যাপশান১। সমাবাবেশে বক্তব্য রাখছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
