হজ্ব ব্যবস্থাপনাকে সহজীকরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে: ধর্ম উপদেষ্টা#সংবাদ শৈলীহজ্ব ব্যবস্থাপনাকে সহজীকরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে: ধর্ম উপদেষ্টা#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ্ব ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। এখানে দুই নাম্বারী সিন্ডিকেট করে হাজীদেরকে জিম্মি করার প্রবণতা ছিল এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি।  আমি গত বছর আমি ৮ কোটি ২৮ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়েছি এবং এই বছরও ফেরত দিতে পারব।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

খালিদ হোসেন বলেন, আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ পালন এজেন্সির সাথে কথা বলেছি।  হজ্বটাকে আমরা সেবা এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পড়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।

তিনি বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখোর পরিবেশে সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তি মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাদেক আহমেদ,  জেলা প্রশাসক আসমা শাহীন ,  পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন ,এ,এম ইপতেখার মজিদ  প্রমুখ। এর আগে তিনি ১৮ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে জেলা মডেল মসজিদের উদ্বোধন করেন। পরে তিনি ১৪ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে নাটোর  সদর উপজেলা মডেল মসজিদ উদ্ভোধন করেন। তিনি বলেন , এই মডেল মসজিদ গুলোতে নারী ও পুরুষেল নামাজের ব্যভস্থা সহ রয়েছে আধুনিক লা্‌ইব্রেরী ও কনফারেন্স রুম। কনফারেন্স রুমে শতাধিক মানুষ বসে ধর্মীয় আরোচনা করতে পারবেন। তিনি বলেন , মুসুল মানদের সামাজ আদায়ের পাশাপাশি ধর্ম সম্পর্কে যাতে সচেতন হতে পারে এ কারণেই লাইব্রেরী ও সেমিনার হলের ব্যবস্থা রাখা হয়েছে। বিকালে তিনি ১২ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে গুরুদাসপুর মডেল মসজিদের উদ্ভোধন করবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *