স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী মোঃ আজমল হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-৫। গত রাতে বগুড়া জেলার শাজানহানপুর থানাএলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজমল হোসেন সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের মওলা শেখের ছেলে। র্যাবের এক প্রেস বিজ্ঞপিতে আজ বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায় আসামী আজমল এর সহিত নুপুর (৩০) মোবাইল ফোনের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্রে গত ৩ এপ্রিল রাতে মৃতা নুপুর (৩০) ও আসামী আজমল সিংড়া থানাধীন বাইগুণি গ্রামের বাড়ী ঘর দেখতে আসে। সেখানেই তাদের স্থানীয় ভাবে বিয়ে হয়।পরদিন সকাল সাড়ে ৮টার দিকে সময় বাইগুণি গ্রামের জনৈক হান্নান নামীয় ব্যাক্তি মোবাইল ফোনে জানান যে নুপুর (৩০) মারা গেছে। পরবর্তীতে মৃতের পিতা সহ স্বজনরা বাইগুণি গ্রামের আজমলের বাড়ীতে আসে। এসময় তিনি দেখেন তার মেয়ে নুপুর এর মৃত দেহ আসামী আজমলের উত্তর দুয়ারী মাটির দৌচালা ঘরের মধ্যে চৌকির উপরে উত্তর মৃত অবস্থায় পড়ে রয়েছে। নুপুরের মুখে, গালে ও কপালে দুই হাতে, পায়ের গোড়ালীতে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে নুপুরের পিতা বাদী হয়ে আসামী আজমল এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে আজমল পলাতক ছিল । পরে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব -সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শাহজাহানপুর থানা সদর থেকে আজমলকে গ্রেপ্তার করে সিংড়া থানা পুলিশে সোপর্দ করে।