স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে মনোনয়নপত্র জমাদানে বাধা, অপহরণ ও মারধরের ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীকে অব্যাহতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসবক লীগ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে জেলা স্বেচ্ছাসবক লীগের সভাপতি এড. খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক মো. শফিউল আযম স্বপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-
সভাপতি এম এম ওয়াহিদুজ্জামান পিন্টুকে সভাপতি ও সোহেল রানা মুন্নুকে সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালনে নির্দেশনা প্রদান করা হয়।
অব্যাহিত পত্রে জানানো হয়, আগামী ৮ মে ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘঠিত প্রতিদ্বন্দী প্রার্থী মো. দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র জমাদানে বাধা প্রদান, মারপিট ও অপহরণের ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সুমনের জবানবন্দি, নিউজ পোর্টাল ও সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ঘটনায় সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারন সম্পাদক মো. মোহন আলীর সম্পৃক্ততা রয়েছে। যা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খল পরিপন্থী।
সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্য কলাপের সাথে সম্পৃক্ততা থাকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিংড়া উপজেলার সভাপতি মো. হাসান ইমাম ও সাধারন সম্পাদক মো. মোহন আলী কে চলতি দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হইলো। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহ-সভাপতি এম এম ওয়াহিদুজ্জামান পিন্টু কে সভাপতি ও সোহেল রানা মুন্নু কে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হইল।জেরা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন বিষয়টি নিশ্চিত কওে বলেন, সংগঠন বহির্ভুত কর্মকান্ডের জন্য তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।