স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় নসিমন উল্টে শ্রী সুজয় কুমার (০৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সারে ১০ টায় উপজেলার ইটালী ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সুজয় কুমার পাশবর্তী রাণীনগর থানার বড়গাছা গ্রামের স্বপন কুমারের ছেলে। সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামে পিশির বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের সঙ্গে নসিমন যোগে কালাইকুড়ি গ্রামে অষ্টবড় কীর্তন দেখতে যাওয়ার পথে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু সুজয় কুমারের।
সিংড়া থানার ওসি আবুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রাতেই নিহতের পিতা বাদী হয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় চালক পলাতক থাকলেও দূর্ঘটনা কবলিত নসিমন জব্দ করা হয়েছে।