স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সম্রাট হোসেন মামুন মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা করেছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক রুহুল সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হানিফ আলী, সদস্য কল্লোল আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্ত, মিঠন, আতিক প্রমুখ।
মামুন তার নির্বাচনী বক্তব্যে বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় পার্টির চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। যা অন্য কোনো সরকার করেনি। তারই ধারাবাহিকতায় সিংড়া উপজেলাতেও ব্যাপক উন্নয়ন তিনি। জিএম কাদেরের হাতকে শক্তিশালী ও সিংড়া উপজেলায় উন্নয়ন করতে আমি লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।